ব্রেইল পদ্ধতি কীভাবে এলো!?
লুইস ব্রেইল।ইনিই সর্বপ্রথম অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতির আবিষ্কার করেন।তার নামানুসারে অন্ধদের পড়ার এই বিশেষ পদ্ধতির নামকরণ করা হয়েছে।তবে সবচেয়ে অবাক করা যে বিষয় সেটি হচ্ছে, তিনি নিজেও একজন অন্ধ ছিলেন এবং মাত্র ১৫ বছর বয়সে তিনি ছয় বিন্দুর এই শিক্ষাপদ্ধতির আবিষ্কার করেন।৫ বছর পর অর্থাৎ ১৮২৯ সালে প্রথম ব্রেইল পদ্ধতির প্রকাশ পায়।
Warning : Don't Share This Post
ধন্যবাদ
No comments