আপনার ভাবনাটাই কেন আসল!

 আলকেমিস্ট একটা বই খুলল, যেটা ক্যারাভানের কেউ একজন কিনেছিল। পাতা উল্টাতে উলটাতে সে নার্সিসাস সম্পর্কে একটা গল্প পেল।




সে কিংবদন্তি নার্সিসাসের ব্যাপারে জানত, নার্সিসাস হলো এক যুবক যে প্রত্যেকদিন একটি লেকের ধারে হাটু গেঁড়ে বসে নিজের সৌন্দর্য উপভোগ করতো। সে তার সৌন্দর্যে এতোটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে, এক সকালে, সে ওই লেকে ঝাপ দিল এবং ডুবে মারা গেল। যেখানে সে মারা গেল, সেখানে একটা ফুল গজিয়ে উঠল, যেটাকে বলা হতো নার্সিসাস।


কিন্তু বইটির লেখক এভাবে গল্পটাকে শেষ করেননি।


তিনি গল্পটিকে সাজিয়েছেন এভাবে,


যখন নার্সিসাস মারা গেল, বনের দেবতারা আসলো এবং লেকটিকে খুঁজে বের করল। তারা দেখল, লেকের বিশুদ্ধ পানি লবনাক্ত অশ্রুতে পরিনত হয়েছে। আর লেকটি কান্না করছে,


-তুমি কাঁদছো কেনো। দেবতারা জিজ্ঞাসা করল,


-আমি নার্সিসাসের জন্য কাঁদছি


-আহ, তোমার কাঁদাটা অস্বাভাবিক নয়, যদিও আমরা বনে তাকে লালন করেছি, কিন্তু শুধু তুমিই কাছ থেকে তার সৌন্দর্য উপভোগ করেছ।


-কিন্তু ... নার্সিসাস কি সুন্দর ছিল? লেক জিজ্ঞাসা করল


-তোমার থেকে তা আর কে ভাল জানবে? সবমিলিয়ে সে তোমার কাছেই হাঁটু গেঁড়ে সে তার সৌন্দর্য উপভোগ করত !!


লেকটি কিছুক্ষন চুপ থাকল। তারপর বলল,


-আমি নার্সিসাসের জন্য কাঁদছি, কিন্তু আমি কখনো খেয়াল করিনি যে নার্সিসাস দেখতে অপূর্ব ছিল। আমি কাঁদছি কারণ, যখনই সে হাঁটু গেঁড়ে আমার ধারে বসত, আমি তার চোখের গভীরে আমার নিজের সৌন্দর্য প্রতিফলিত হতে দেখতাম।


আলকেমিস্ট ভাবল, কি রোমাঞ্চকর গল্প !


-Translated from the book The Alchemist by Paulo Coelho

Warning : Don't Share This Post

No comments

Powered by Blogger.