যেভাবে সবার কাছে পাত্তা পাবেন!
১. নিজেকে গুরুত্বপূর্ণ করে গড়ে তুলুন।
২. যার তার কাছে নিজেকে সহজলভ্য করবেন না।
৩. নিজেকে হট এবং সেক্সি রাখুন।পাত্তা পাওয়ার পরিমাণ অত্যধিক বাড়বে।
৪. নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন,গোছানো এবং শৃঙ্খলিত রাখুন।
৫. নিজেকে সর্বদা হাসিখুশি এবং উৎফুল্ল রাখুন। হাসিখুশি লোকদের অন্যরা বেশি পাত্তা দেন।
৬. নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দিবেন না।
৭. প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলে ইগো দেখান।
৮. কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
৯. নিজের গোপন কথা কাউকে শেয়ার করবেন না।
১০. নিজের সম্পর্কে রহস্য রেখে দিন।
১১. যতবেশি পারুন অন্যের গোপন ইনফর্মেশন কালেক্ট করুন।
১২. বরং দ্বিমত পোষণ করুন;সব সময় সহমত হওয়ার প্রয়োজন নেই।
১৩. গায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না।
১৪. নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হউন।
১৫. সর্বদা পারফিউম বা সুগন্ধি ব্যবহার করুন।
photo click : masum
No comments