যে ১০ টি কাজ কখনো করা উচিত না!
১. সামান্য একটু মলমের আশায় (শান্তির আশায়) নিজের ব্যথার জায়গা( ব্যক্তিগত বা সামাজিক) যাকে তাকে দেখাবেন না। হিতে বিপরীত হতে পারে।
২.আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না ।কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা কে শুনছে ! বা ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে!
৩. যুগের সঙ্গে তাল মেলানো বা নিজেকে কুল প্রমাণ করার জন্য কখনও স্মোক করবেন না কিংবা মাদকদ্রব্য গ্রহণ করবেন না । এগুলো কুল দেখায় না বরং মানুষের কাছে আরও সস্তা করে তোলে আপনাকে।
৪. সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে কখনো কারো সঙ্গে অহেতুক তর্ক যুদ্ধে জড়িয়ে পড়বেন না নিজেকে সঠিক প্রমাণ করার জন্য! ভ্যালিড পয়েন্ট রেখে আপনি সেই কমেন্ট সেকশন ত্যাগ করুন।
৫.ক্যারিয়ার এবং ভালোবাসার ক্ষেত্রে সর্বদা ক্যারিয়ার কেই প্রাধান্য দেবেন। ক্যারিয়ার না থাকলে ভালোবাসার মানুষের হাত ধরে ফুটপাতে বসে থাকাটা নিশ্চয়ই ভালো দেখাবে না। টাকার অভাবে 10 বছরের ভালোবাসা ও নষ্ট হতে দেখেছি আমি!
৬. কোন মানুষকে তার জাতি বা চামড়ার রং বা ধর্মের জন্য ছোট করবেন না! সকলেই মানুষ সকলেই সমান মর্যাদা পাওয়ার দাবি রাখে।
৭. আপনার করা প্রত্যেকটি কাজের জন্য মানুষকে এক্সপ্লেইন করতে যাবেন না। আপনার করা কাজ সঠিক হলে কাজই তার ব্যাখ্যা দিয়ে দেবে মানুষকে।
৮. কেউ জিজ্ঞাসা না করলে বা জানতে না চাইলে কাউকে যেচে জ্ঞান দিতে যাবেন না। মনে রাখবেন এখনকার দুনিয়াতে কমবেশি সবাই পন্ডিত।
৯. নিজের ভালোবাসা প্রমান করতে কখনো হাত কাটা, গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, রাগ করে বাড়িতে ভাত না খাওয়া, কিংবা কারোর বিছানায় যাওয়া এটা করবেন না। মনে রাখবেন প্রকৃত ভালোবাসা এরকম করে আসেনা বা প্রমাণ করা যায় না।
১০. নিজের বোনের গায়ে কখনো হাত তুলবেন না। কারণ আপনি তার আঘাতকারী নন বরং তার সব থেকে অন্যতম বড় আশ্রয় স্থল ও ভরসাস্থল।
No comments